ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে সরগরম কিশোরগঞ্জের হাওরের মাছের বাজার
- আপডেট সময় : ০২:০৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে সরগরম কিশোরগঞ্জের হাওরের মাছের বাজার- বালিখোলা। ধনু নদীর তীরে অবস্থিত এই পাইকারি মাছ বাজারে নেত্রকোনা ও সুনামগঞ্জ হাওরের মাছ বিক্রি হয়। দূর দূরান্ত থেকে ক্রেতারা আসেন মাছ কিনতে। প্রতিদিন কোটি টাকার মাছ বেচাকেনা হয় এখানে।
ভোরের আলো ফুটার আগেই ঘাটে এসে পৌঁছাতে শুরু করে মাছ বোঝাই নৌকাগুলো। নৌকা থেকে এসব মাছ তোলা হয় হাওরপাড়ের বালিখোলা বাজারে। বোয়াল, আইড়, চিতল, রুই, কাতলা, বাইম, কালবাউশ, পাবদা, কই, শিং, চিংড়ি, কাচকি, পুটিসহ অন্তত অর্ধশত প্রজাতির মাছ এ বাজারে নিয়ে আসেন জেলেরা। শুরু হয় ক্রেতা-বিক্রেতার হাঁক-ডাক।
প্রতিযোগিতামূলক দরদামে জেলে থেকে শুরু করে ফিশারির মালিকদের কাছ থেকে মাছ কিনেন পাইকাররা। এরপর সেগুলো চলে যায় ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে। বাজারের অন্তত ৫০টি আড়তে প্রতিদিন অন্তত কোটি টাকার মাছ কেনাবেচা হয়।
হাওরের মিঠাপানিতে প্রকৃতিকভাবে উৎপন্ন মাছের এ বাজারের অবকাঠামো উন্নয়নে মৎস অধিদপ্তরের পরিকল্পনা আছে বলে জানালেন জেলা মৎস কর্মকর্তা।
জেলায় প্রতিবছর উৎপাদন হয় বিরাশি হাজার তিনশ’ টন মাছ। এর মধ্যে শুধু হাওরেই উৎপাদন হয় প্রায় চুয়ান্ন হাজার টন।