ক্র্যাবের ২০২০ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন জাকজমকপূর্নভাবে অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
- / ১৫২৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন- ক্র্যাবের ২০২০ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন জাকজমকপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন আবুল খায়ের ও ইসারফ হোসেন ইসা।
আর সাধারণ সম্পাদক পদে লড়ছেন আসাদুজ্জামান বিকু, দেবদুলাল মিত্র ও মোহাম্মদ জয়নাল আবেদীন। পুর্ব ঘোষণা অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। নির্বাচনে মোট ভোটার ২৭০ জন; যারা বিভিন্ন টেলিভিশন ও দৈনিক পত্রিকাসহ শীর্ষস্থানীয় অনলাইন সংবাদ মাধ্যমে অপরাধ বিষয়ক রিপোর্টিংয়ের সাথে যুক্ত। এ নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক পারভেজ খান। ভোট উপলক্ষে ডিআরইউ চত্ত্বর সাংবাদিকদের পদচারণায় মুখর হয়ে ওঠে। এর আগে সোমবার দিনব্যাপী সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।