ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে ভারতের পক্ষ নিচ্ছে আওয়ামী লীগ
- আপডেট সময় : ০২:২৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
ভারতের নাগরিকত্ব আইন নিয়ে সে দেশের জনগণ বিক্ষোভ ও প্রতিবাদ করলেও, ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে ওই দেশের সরকারের পক্ষ নিচ্ছে আওয়ামী লীগ। সংবাদ ব্রিফিংয়ে এ অভিযোগ করেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরেন তিনি। খালেদা জিয়া সরকার প্রধানের প্রতিহিংসার শিকার বলে অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, খালেদা জিয়াকে কারা হাসপাতালে মেরে ফেলার ষড়যন্ত্র করছে সরকার। লিখিত বক্তব্যে রিজভী অভিযোগ করেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্য নির্জলা মিথ্যাচার। বিএনপির শাসনমালে নির্যাতনের কারণে ভারতে আশ্রয় নেয়া সংখালঘুদের ফিরে আসার সুযোগ দেয়া হবে— আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় এ সব কথা বলেন রুহুল কবির রিজভী।