ক্ষমতা নবায়নে সংবিধান লঙ্ঘন করেছে সরকার : রিজভীর
- আপডেট সময় : ০৬:৪৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
- / ১৭৩১ বার পড়া হয়েছে
সরকার ক্ষমতায় আসতে সংবিধান, আইন, নিয়মনীতি সবকিছু পদপিষ্ট করে দেশে একচ্ছত্র শাসন কায়েম করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাড়াহুড়ো করে ক্ষমতা নবায়ন করার শপথ নিতে গিয়ে, তারা আইন ও সংবিধানের কবর রচনা করেছে বলেও মন্তব্য করেন তিনি। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক বলেন, অগ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে লুটপাটের ব্যবস্থা করেছে আওয়ামী লীগ। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় নেতাদের মুক্তির দাবিতে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে গণতন্ত্র ফোরাম। এতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক বলেন, সংবিধানের দোহাই দিচ্ছে সরকার, তা নিজেরাই মানে না। দেশে এখন ৬০০ জন সংসদ সদস্য। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কর্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সংবিধান লঙ্ঘন করায়, মন্ত্রিপরিষদের আদেশ–নির্দেশ জনগণ মানতে বাধ্য নয়। রাজবন্দীদের মুক্তির দাবিতে চলমান একদফার আন্দোলনে দলীয় নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান রুহুল কবির রিজভী।