ক্ষমতা হারানোর ভয়ে প্রথম আলোর সাংবাদিককে গ্রেফতার করেছে সরকার : মান্না
- আপডেট সময় : ০৮:৩৭:২৯ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
- / ১৭২৭ বার পড়া হয়েছে
ক্ষমতা হারানোর ভয় থেকেই প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেফতার করেছে সরকার। এমন মন্তব্য করেছেন, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।
উনি বলেন, ভোটের অধিকার কেড়ে নিয়ে সরকার এখন গণমাধ্যমের স্বাধীনতাও অবরুদ্ধ করতে চায়। আর গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি বলেছেন, জনগন রাস্তায় নামলে পালানোর পথ পাবে না সরকার।
ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান কে গ্রেফতার,রেবের হেফাজতে জেসমিন হত্যাকান্ডসহ দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
গনসংহতি আন্দোলনের প্রধান স্বমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, সাধারন মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়ার পর গণমাধ্যমকে অবরুদ্ধ করতে চায় সরকার।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, এই সরকারের হাতে এ দেশের মানুষের ভোট ও গণমাধ্যম নিরাপদ নয়। ঈদের পর গণতন্ত্র বিজয়ের লড়াইয়ে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তিনি।