ক্ষমা চেয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার তানভীর আরাফাত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত।
হাইকোর্ট সতর্ক করে প্রিজাইডিং অফিসারকে নিরাপত্তা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টকে তিনি জানান ম্যাজিস্ট্রেটকে চিনতে পারেননি। তাই এমন অনিচ্ছাকৃত ভুল হয়েছে। ভবিষ্যতে তিনি দায়িত্ব পালনে আরও সতর্ক হবেন। এ ধরনের ভুল আর কখনও হবে না বলেও আবেদনে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।