কয়েক জেলায় সহস্রাধিক মানুষকে হোম-কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে
- আপডেট সময় : ০৭:০৫:১১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরো সহস্রাধিক মানুষকে হোম-কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। আইসোলেশনে নতুন আছেন অনেকেই । কয়েক জেলায় নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে আইইডিসিআরে । অন্যদিকে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপর অব্যাহত রয়েছে । সচেতনতা সৃষ্টিতে চলছে প্রচার-প্রচারণা।
খুলনায় নতুন করে করোনা আক্রান্ত সন্দেহে ১ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আইসোলেশনে রাখা হয়েছে। এখন পর্যন্ত বিদেশফেরত ১৯৩৬ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়। হয়েছে। এরমধ্যে ১৭৫৭ জনের মেয়াদ শেষ হওয়ায় ছাড়পত্র দেয়া হয়েছে।
নেত্রকোণায় আরো ১৬ জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে। এ নিয়ে মোট ৬৮৮ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এখন পর্যন্ত কোয়ারেন্টাইন শেষে ৬৭১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
ময়মনসিংহে গেলো ২৪ ঘন্টায় নতুন করে বিদেশ ফেরত আরো ১৪৬ জনসহ মোট ১ হাজার ৫৬১ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। ১৪ দিন হোম কোয়ারেন্টাইন শেষে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৫০৫ জন। জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তের কোনো রোগী পাওয়া যায়নি।
মেহেরপুরের ৯ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
ঝালকাঠিতে করোনা সন্দেহে দু’জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাতে তাদের হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।
চাঁদপুরে হোম কোয়ারেইন্টানে আছেন ১৪ জন । কোযারেইন্টানমুক্ত হয়েছে ১২ জন। এছাড়াও করোনা সন্দেহে আরো ৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
গোপালগঞ্জে করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে এক যুবককে ভর্তি করা হয়েছে। এছাড়াও গত তিন দিনে আরো ১৮ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে। এদিকে জেলায় ১২৩ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় ২ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।
মানিকগঞ্জে গত ২৪ ঘন্টায় ২১ জন তাবলীগ জামায়াতের সদস্যদের কোয়ারান্টাইনে রাখা হয়েছে।
পাবনায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৮ জনকে হোম কোয়ারন্টোইনে রাখা হয়েছে।