খাগড়াছড়ি পৌর শহরের অধিকাংশ সড়কের ফুটপাত এখন অবৈধ দখলদারদের দখলে
- আপডেট সময় : ০১:৫৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
- / ১৮১১ বার পড়া হয়েছে
খাগড়াছড়ি পৌর শহরের অধিকাংশ সড়কের ফুটপাত এখন অবৈধ দখলদারদের দখলে। ফার্ণিচার, রড, সিমেন্ট ও টিনসহ নানা সামগ্রী ফেলে রাখা হয়েছে রাস্তার দুপাশে। সড়কের উপর বসে বাজার। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। শুধু তাই নয়, এতে নষ্ট হচ্ছে পর্যটন শহর খাগড়াছড়ির সৌন্দর্য।
খাগড়াছড়ি শহরের নারিকেল বাগান সড়ক, মিলনপুর সড়ক, আদালত সড়ক, শহীদ কাদের সড়ক, কলেজ সড়ক, পানখাইয়া পাড়া সড়ক, শুটকি পট্টিসহ ফুটপাত এখন স্থানীয় দোকানিদের দখলে। সড়কের পুরো ফুটপাত দখল করে বিভিন্ন সামগ্রী বেচাকেনা চলছে ।
বাজারের মধ্যে ট্রাক রেখে খালাস করা হচ্ছে মালামাল। অসংখ্য ট্রাক, মিনিট্রাক, পিকআপ, চাদের গাড়ি জীপ ও সিএনজিসহ গাড়ি পার্কিংও করা হচ্ছে। এতে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। ফুটপাতে হাঁটতে পারছেন না পথচারীরা।
তবে শিগগিরই খাগড়াছড়ি শহরের ফুটপাত দখল মুক্ত করার কথা জানালেন পৌর মেয়র।
খাগড়াছড়ি শহরকে ফুটপাতমুক্ত ও পথচারী চলাচল নিরাপদ করতে পৌর কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা শহরবাসীর।