খাগড়াছড়ি সদর হাসপাতালের ভূমি দখলের চেষ্টা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১১:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
- / ১৭০৭ বার পড়া হয়েছে
খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের জায়গা দখলের চেষ্টা করছে সংঘবদ্ধ চক্র। ক্রয়সূত্রে মালিকানা দাবি করে স্থাপনা নির্মাণ করছে দখলদাররা। নির্মাণ বন্ধে হস্তক্ষেপ কামনা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
১৯৮৩ সালে জেলা ঘোষণার পর প্রায় ১৮ একর জায়গার উপর প্রতিষ্ঠা করা হয় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল। বিভিন্ন সময় প্রভাবশালী চক্র দখল করে নিয়েছে হাসপাতালের অনেক জায়গা। সামনে-পেছনে হাসপাতাল রয়েছে কোয়ার্টার। মাঝখানের জায়গাটা এখন দখল করতে চাইছে আরেক প্রভাবশালী চক্র।
এক দখলদার স্বীকার করেছে জায়গাটি হাসপাতালের। অন্যজন, ক্রয়সুত্রে মালিকানা দাবি করছেন।
দখলদারের হাত থেকে জায়গা পুণরুদ্ধারে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
শিগগিরই হাসপাতালের জায়গা দখলমুক্ত হবে বলে আশা করে এলাকাবাসী।