খাগড়াছড়িতে জাপানের মিয়াজাকি আমের বাম্পার ফলন
- আপডেট সময় : ০১:৪৯:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
- / ১৭৫১ বার পড়া হয়েছে
জাপানের আম মিয়াজাকি। বাংলাদেশে পরিচিতি পেয়েছে সূর্য ডিম আম নামে। এই সূর্য ডিম আম চাষে সফলতা পেয়েছেন খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ফাতেমা নগরের কৃষক মোঃ আবদুল হালিম। আবদুল হালিমের সফলতা দেখে আশে-পাশের আরো অনেকে সূর্য ডিম আমের চারা লাগিয়েছে তাদের বাগানে।
মিয়াজাকি আম দেখতে ডিমের মতো, লাল রঙ্গের। এতে ক্যারোটিন, ম্যাগনেশিয়াম বেশি বিধায় ক্যানসার প্রতিরোধে সহায়ক। মিয়াজাকি গড় ওজন ২৫০ থেকে ৩৫০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। আমটি খেতেও সু-স্বাদী। গাছগুলোর গড় বছর দেড় হতে দু’বছর। প্রতি গাছে গড়ে ২০-৩০টি আম ধরেছে। গাছের বয়সের সাথে সাথে আমের সংখ্যাও বাড়বে বলে জানান চাষী।
আরেক চাষী চাঁন মিয়া বলেন আবদুল হালিমের সফলতা দেখে তিনিও তার বাগানে ৫০টির মতো সুর্যডিম আমের চারা লাগিয়েছেন এবং পানছড়ি এলাকার কমপক্ষে ৫০/৬০জন কৃষক এই জাতের চারা সংগ্রহ করে বাগান করেছেন।
খাগড়াছড়িতে ২০১৬ সাল হতে সুর্যডিম আম চাষ হচ্ছে। পাহাড়ে মাটি, আবহাওয়া ও পরিবেশ সূর্য ডিম আম চাষের উপযোগী।