খাগড়াছড়িতে নাম-ঠিকানাহীন ব্যক্তিদের নামে ঋণ বিতরণ
- আপডেট সময় : ০৬:০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
নাম-ঠিকানা ও পরিচয়হীন ব্যক্তিদের নামে প্রথমে লাখ-লাখ টাকা ঋণ পাশ করানো হয়। পরে জনপ্রতিনিধিদের সীল ও স্বাক্ষর জাল করে ঋণ গ্রহীতাদের মৃত দেখিয়ে টাকা আত্মসাৎ করে খাগড়াছড়ির আনন্দ এনজিও কর্মকর্তারা-এমন অভিযোগ তুলেছেন এলাকাবাসী। তবে, দুর্নীতি ও জাল-জালিয়াতির বিষয়টি অস্বীকার করেন এনজিও’র কর্মকর্তারা।
বেসরকারী উন্নয়ন সংস্থা আনন্দ বিভিন্ন সময় ৮১ জনকে ১৭ লক্ষ টাকা ঋন দিয়েছেন এবং ২০১৭ সালে এসে ঋনগ্রহিতাদের মৃত দেখিয়ে প্রায় নয় লক্ষ টাকা ঋন আত্মসাৎ করেছেন। আর ঋণ গ্রহিতাদের মৃত দেখাতে খাগড়াছড়ি ও মাটিরাঙা পৌরসভাসহ কমলছড়ি, পেরাছড়া, কবাখালী, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের ১২জন জনপ্রতিনিধির সীল ও স্বাক্ষর জাল করেছেন আনন্দ এনজিও এর খাগড়াছড়ি অফিসের কর্মকর্তারা। বেশিরভাগ ঋন গ্রহিতার নাম ও ঠিকানা সঠিক নয়।
সীল ও স্বাক্ষর জাল করা জনপ্রতিনিধিরা বলছেন ভুয়া লোকজনের নামে ঋণ প্রদান দেখিয়ে অর্থ আত্মসাৎ করেছেন তারা।
জনপ্রতিনিধিদের স্বাক্ষর জাল করে মৃত দেখানোর বিষয়টি খতিয়ে দেখা হবে এবং সত্যতা পেলে দোষীদের বিরূদ্ধে ব্যাবস্থা গ্রহন করার কথা বলছে, সংস্থার স্থানীয় ম্যানেজার।
জীবিতকে মৃত দেখানো, ঠিকানা বিহীন লোকদের নামে ঋণ বিতরণ করাসহ পুরো ঘটনা খতিয়ে দেখার দাবী এলাকাবাসীর।