খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির বর্ষপূর্তি উদযাপন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির বর্ষপূর্তি উদযাপন হচ্ছে।
সকালে সেনাবাহিনীর আয়োজনে খাগড়াছড়ি রিজিয়নের মূল ফটক থেকে শোভাযাত্রা বের করা হয়। চেঙ্গী স্কোয়ার মোড় ঘুরে শোভাযাত্রা পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে শেষ হয়। পায়রা ও বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এ সময় খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। পরে, জেলা পরিষদের আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউট প্রাঙ্গণে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।