খাগড়াছড়িতে ৪’শ বৌদ্ধবিহারে কঠিন চীবর দান শুরু
- আপডেট সময় : ০৫:৪৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
- / ২০৭৮ বার পড়া হয়েছে
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনা মধ্য দিয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দানোৎসব। ২৪ ঘন্টার মধ্যে চীবর অর্থাৎ কাপড় তৈরির পর তা বৌদ্ধ ভিক্ষুদের দানের মাধ্যমে অতিরিক্ত পুণ্য সঞ্চয় হয় বলেই বৌদ্ধ শাস্ত্রে এই দানকে ‘শ্রেষ্ঠ দান বলা হয়’।
চলতি বছর খাগড়াছড়িতে ২৬টি বনবিহারসহ ৪ শতাধিক বৌদ্ধবিহারে কঠিন চীবর দান অনুষ্ঠান হবে। আষাঢ়ী পূর্ণিমার পরদিন থেকে বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসব্যাপী বর্ষাব্রত পালন শুরু হয়, যা শেষ হয়েছে রোববার। তিন মাস পর বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে আনন্দের বার্তা বয়ে এনেছে প্রবারণা পূর্ণিমা। বিহারে বিহারে শুরু হয়েছে কঠিন চীবর দানোৎসব। চলবে একমাস। চরকার মাধ্যমে তুলা থেকে সুতা তৈরির পর রং দিয়ে তৈরী করা হয় কাপড় এবং দান করা হয় বৌদ্ধ ভিক্ষুদের। পুরো কাজটা শেষ করতে হয় একদিনে। যে কারণে একে কঠিন চীবর দান বলা হয়।
মাসব্যাপী শুরু হওয়া এই চীবর দানের মাধ্যমে পূনর্জন্ম ও কর্মফলে বিশ্বাসী বৌদ্ধ ধর্মালম্বীদের কায়িক, বাচনিক ও মানসিক বাসনা পূর্ণ হবে এবং দেশ জাতির মঙ্গল বয়ে আনবে এমনটাই প্রত্যাশা বৌদ্ধ ধর্মালম্বীদের।