খাতুনগঞ্জের পিঁয়াজের মোকামগুলো খুলেছে আজ

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
চট্টগ্রামের পাইকারী বাজার- খাতুনগঞ্জের পিঁয়াজের মোকামগুলো আজ খুলেছে। স্থানীয় ব্যবসায়ীরা অবস্থান কর্মসূচি তুলে নেয়ার পর স্বাভাবিক হয়েছে খাতুনগঞ্জের লেনদেন।
এ ঘটনায় আড়তদাররা মূল্যবৃদ্ধির উৎস খুঁজে তার ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। পিঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রতিবাদে এবং ব্যবসায়ীদের জরিমানার প্রতিবাদে দোকানপাট বন্ধ করে সোমবার অবস্থান কর্মসূচি পালন করে তারা। খাতুনগঞ্জের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে রাস্তায় নেমে আসেন। এ সময় আড়তদাররা অভিযোগ করেন, বর্তমানে কেবলমাত্র ভারত থেকেই পিঁয়াজ আমদানী হচ্ছে। ক’দিনের ব্যবধানে ২৫ টাকা কেজির ভারতীয় পিঁয়াজ ৪০ টাকায় গিয়ে ঠেকেছে। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে গত শনিবার থেকে প্রশাসনের অভিযান শুরু হয়। এসময় খাতুনগঞ্জের বেশ কয়েকটি আড়তদারকে জরিমানা করা হয়।