খাদ্য নিরাপত্তা পরিস্থিতির অবনতির শঙ্কা

- আপডেট সময় : ০৩:৫১:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
- / ১৬৪৮ বার পড়া হয়েছে
বিশ্বজুড়ে খাদ্য সংকটের সঙ্গে দুর্ভিক্ষের শঙ্কাও গভীর হচ্ছে। খাদ্য নিরাপত্তাহীনতার হুমকিতে থাকা বিশ্বের ৪৫টি দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। বিশ্ব খাদ্য কর্মসূচির এক জরিপের বলা হয়েছে, বাংলাদেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে।
জলবায়ু পরিবর্তন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অভিঘাত, জ্বালানি সংকটসহ নানা কারণে ক্রমে জটিল রূপ নিচ্ছে খাদ্য সরবরাহে ও মূল্য পরিস্থিতিতে। বড় ধরনের ব্যাঘাত সার ও কৃষিপণ্যের সরবরাহে। বাংলাদেশে অভ্যন্তরীণ নানা কারণ এ সংকট আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রভাব কম করতে যথাযথ প্রস্তুতির পরামর্শ অর্থনীতিবিদ ও খাদ্য বিশেষজ্ঞদের।
বিশ্ব খাদ্য দিবসের বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বিভিন্ন কারণে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হওয়ায় খাদ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় কৃষি উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই বলেও বিবৃবিতে জানান তিনি। এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দেয়া বাণীতে বলেছেন, কৃষির উন্নয়নে সহজশর্তে ও স্বল্পসুদে ঋণ দিচ্ছে তার সরকার।