খাদ্যমন্ত্রী ব্যবসায়ী হলে দ্রব্যমূল্য স্থিতিশীল হবে কিভাবে?
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
খাদ্যমন্ত্রী ব্যবসায়ী হলে দ্রব্যমূল্য স্থিতিশীল হবে কিভাবে? এমন প্রশ্ন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।
সকালে ঠাকুরগাঁওয়ে তাঁর পৈতৃক বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে এমন মন্তব্য করেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন,আওয়ামী লীগ সরকার সবকিছু নিয়ন্ত্রনে রাখতে চায়। দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে সরকারকে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের দাবিও জানান তিনি। এ সময় জেলা বিএনপি’র সভাপতি তৈমুর রহমানসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।