খাদ্যে নকল ও ভেজালকারী দুর্নীতিবাজদের শক্ত হাতে দমন করুন : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:২৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
কারো কাছে হাত পেতে নয়– এদেশের মানুষ ও মাটিকে পুঁজি করেই আত্মনির্ভরশীল জাতি গঠনে কাজ করছে সরকার। সকালে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধান বলেন, অতীতের সরকারগুলো চায়নি বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক, বরং খাদ্য আমদানীর সুযোগে ব্যক্তিগত মুনাফা অর্জনই ছিল তাদের লক্ষ্য। এসময় খাদ্যে নকল ও ভেজালকারীদের শক্ত হাতে দমনের নির্দেশও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
টেকসই উন্নয়নে- সমৃদ্ধ দেশ, নিরাপদ খাদ্যের বাংলাদেশ।’ শিরোনামে পালিত হচ্ছে জাতীয় খাদ্য নিরাপত্তা দিবস। এই উপলক্ষে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে খাদ্য মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুরুতেই খাদ্য নিরাপত্তায় সরকার গৃহীত পদক্ষেপ সম্পর্কে কথা বলেন প্রধানমন্ত্রী।
এসময় অতীত সরকারগুলোর সমালোচনার পাশাপাশি বঙ্গবন্ধু দর্শনে দেশকে আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সরকার প্রধান।
নিরাপদ খাদ্যের প্রয়োজনীয়তা তুলে ধরে সংশ্লিষ্টদের, খাদ্য ভেজালকারী ও দুর্নীতিবাজদের শক্ত হাতে দমনের নির্দেশ আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে।
বঙ্গবন্ধু কন্যা আরো বলেন, ‘নিরাপদ খাদ্য কার্যক্রম গ্রাম পর্যায় পর্যন্ত সম্প্রসারণ করতে হবে। যাতে করে গ্রামের মানুষরাও এর সেবা নিতে পারে।
এদিন অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রীর পক্ষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।