খাদ্যের উৎপাদন না বাড়ালে দেশে দুর্ভিক্ষের আশঙ্কা : সিপিডি
- আপডেট সময় : ১০:৫৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
- / ১৬০৭ বার পড়া হয়েছে
আগামী ছয় মাসের মধ্যে দেশে খাদ্যের উৎপাদনশীলতা বাড়াতে না পারলে, বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়লগ- সিপিডি। রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে গবেষণার ফলাফল তুলে ধরে সংস্থাটি। সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ না নিলে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটেও পড়বে দেশ। বিদ্যুত, জ্বালানি ও মূল্যস্ফীতিসহ বাংলাদেশে বর্তমানে সাতটি অর্থনৈতিক সংকট রয়েছে বলে জানান তারা।
“বিশ্ব অর্থনৈতিক মন্দায় বাংলাদেশের চ্যালেঞ্জ ও উত্তরণ শীর্ষক” আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়লগ…. সিপিডি। দেশে চলমান ডলার, বিদ্যুত, জ্বালানী, মূল্যস্ফিতি সহ নানা সংকট নিরসনে ৭টি সুপারিশ করেছে সংস্থাটি।
দেশে উচ্চ মূল্যস্ফীতিতে জ্বালানির দাম কমানোর পাশাপাশি আমদানী পণ্যের বিকল্প চিন্তার পরামর্শ দিয়েছেন সিপিডি নির্বাহী পরিচালক। সাধারণ মানুষের অবস্থা বিবেচনায় এই পরামর্শ দেন তিনি।
দেশে উৎপাদিত বিদ্যুতের সাথে লোডশেডিংয়ের কোন মিল নেই উল্লেখ করে নবায়নযোগ্য জ্বালানির উপর জোর দিতে পরামর্শ তাদের।
এদিকে, দেশের ২০টি খাতের মানুষ দৈনন্দিন চাহিদা মেটাতে পারছে না বলে সেমিনারে তথ্য দেয়া হয়। কার্যকর ব্যবস্থা না নিলে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট আরো বাড়বে।
সংকটকালীন সমাধানে সমস্ত স্টেক হোল্ডারদের সমন্বিতভাবে কাজ করার তাগিদ সিপিডির নির্বাহী পরিচালকের।