খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে হলে আদালতের কাছে আবেদন জানাতে হবে : প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
- / ১৭৪২ বার পড়া হয়েছে
দেড় মাসের বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে তার পরিবার।
মতামতের জন্য আবেদন পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ে। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জানানো হবে আজ। তবে মানবিক বিবেচনায় অনুমতি পাওয়ার প্রত্যাশা করছেন সাবেক প্রধানমন্ত্রীর পরিবার। বিএনপি চেয়ারপারর্সন খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা দেয়ার অনুমতি চেয়ে এর আগেও একাধিকবার আবেদন করা হয়। কিন্তু সরকারের পক্ষ থেকে ইতিবাচক সিদ্ধান্ত পাওয়া যায়নি।