খালেদা জিয়াকে মুক্ত না করা পর্যন্ত রাজপথেই থাকবে বিএনপি : ড. মঈন খান
- আপডেট সময় : ০৬:৪২:২৫ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
- / ১৭৪৬ বার পড়া হয়েছে
বিএনপি নেতা ড. মঈন খান বলেছেন, খালেদা জিয়াকে মুক্ত না করা পর্যন্ত রাজপথেই থাকবে বিএনপি। দিনের ভোট রাতে করা সরকারকে স্বেচ্ছায় বিদায় দিয়ে ভোটাধিকার ফিরিয়ে আনা হবে বলেও জানান মঈন খান। দলের আরেক নেতা নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ব্যাংক এবং শেয়ার বাজার লুট হয়। বিশাল গাড়িবহরে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের পথে রোডমার্চে অংশ নেয় হাজারো নেতাকর্মী।
ত্রিশালের সাইনবোর্ড থেকে ময়মনসিংহ হয়ে কিশোরগঞ্জের উদ্দেশে বিএনপির রোডমার্চে অংশ নেন হাজারো নেতাকর্মী। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নেতারাও।
অবৈধ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে গেলো একমাসে এই কর্মসূচি পালন করছে দলটি।
রোডমার্চের উদ্বোধনীতে ত্রিশালের সাইনবোর্ড এলাকায় দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক পরিবেশে ভোটাধিকার ফিরে পেতে চায়। ১৯৭৫ সালে আওয়ামী লীগ একইভাবে গণতন্ত্রকে হরণ করেছিল বলেও জানান তিনি।
দলের আরেক নেতা নজরুল ইসলাম খান একই পথসভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, সরকারের পতন ঘটিয়ে নিজের ভোট নিজে দেয়ার পরিস্থিতি ফিরিয়ে আনতেই বিএনপির এই আন্দোলন। দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন সংগ্রামে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন স্থানীয় নেতারাও।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে বিশাল গাড়িবহর নিয়ে ১১৪ কিলোমিটার দীর্ঘ রোডমার্চটি কিশোরগঞ্জের পথে রয়েছে।