খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পেয়ে পরবর্তী সিদ্ধান্ত চিকিৎসকদের
- আপডেট সময় : ০১:৪৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
- / ১৯০৫ বার পড়া হয়েছে
স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট হাতে পেয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। তবে রোগের নতুন উপসর্গ দেখা দিয়েছে বলে জানান ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে। গত রাতে যেসব পরীক্ষা করা হয়েছে, সেগুলোর প্রতিবেদন নিয়ে মেডিকেল বোর্ডের সদস্যরা পর্যালোচনা করেছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়াকে ঠিক কত দিন হাসপাতালে থাকতে হবে, সেটি এ মুহূর্তে তাঁরা সুনির্দিষ্ট করে বলতে পারছেন না। সে ব্যাপারে চিকিৎসকেরা স্বাস্থ্যের সব পরীক্ষা শেষে তার প্রতিবেদন পর্যালোচনা করে সিদ্ধান্ত দেবেন। এর আগে গুলশানের বাসভবন থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৭৮ বছর বয়সী বেগম খালেদা জিয়া হৃদপিণ্ডের রক্তনালীতে ব্লক, আর্থ্রাটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।