খালেদা জিয়া বাইরে থাকলে সরকারের গদি টালমাটাল হবে: রিজভী
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাইরে থাকলে সরকারের গদি টালমাটাল হবে তাই তাকে বন্দী রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
বুধবার সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। রিজভী আহমেদ বলেন, সরকার চাইলেই অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিতে পারে। কিন্তু তার বেঁচে থাকার খবরই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আতঙ্কিত করে বলে সেই অনুমতি দেয়া হচ্ছে না। শিগগিরি বিএনপি চেয়ারপারসনকে বিদেশে চিকিৎসার অনুমতি না দিলে মানুষ রাজপথে নেমে আসবে বলে হুঁশিয়ার করেন রিজভী।