খালেদা জিয়াকে ফের কারাগারে পাঠানোর জন্য দাবি উঠতে পারে : তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:১৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফের কারাগারে পাঠানোর জন্য দাবি উঠতে পারে- এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামীর কারাগারেই থাকা উচিৎ। এরপরও তার পক্ষে বিএনপি যেভাবে কথা বলে তাতে দলটির মহানুভবতার অভাব আছে বলেই প্রমান হয়। বেলজিয়াম থেকে দেশে ফিরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।
সাজাপ্রাপ্ত আসামী বেগম খালেদা জিয়াকে সম্প্রতি প্রধানমন্ত্রী সিআরপিসির ক্ষমতাবলে কারগার থেকে আরো ৬ মাসের জন্য মুক্তি দেন। এর আগেও আরো ৬ মাসের মুক্তি পেয়েছিলেন তিনি।
কিন্তু তথ্যমন্ত্রীর অভিযোগ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেভাবে কথাবার্তা বলছেন এতে মনে হচ্ছে প্রধানমন্ত্রী মহানুভবতা না দেখাইলেই ভালো হতো।
তিনি আরো বলেন, তারেক রহমানের পরিচালনায় একুশে আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে। হত্যার রাজনীতিই তাদের মূল প্রতিপাদ্য বলেও মন্তব্য করেন তিনি।
এসময় আল্লামা শফির মৃত্যুতে মাদ্রাসার বিশৃঙ্খলা দায়ী কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন , তা চিকিৎসকরা ভালো জানেন, তবে মানিসিক চাপ তো ছিলই।