খালেদা জিয়াকে মুক্তি এবং বিদেশে চিকিৎসার সুযোগ না দিলে সংসদ থেকে পদত্যাগের হুমকি
- আপডেট সময় : ০১:৫৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
দলের চেয়াপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তি এবং বিদেশে চিকিৎসার সুযোগ না দিলে সংসদ থেকে পদত্যাগের হুমকি দিয়েছে দলটির সংসদ সদস্যরা। সকালে জাতীয় সংসদ ভবনের সামনে আয়োজিত মানববন্ধন থেকে তারা এ হুমকী দেন।
প্রায় আধাঘণ্টা ধরে চলা কর্মসূচিতে অংশ নেন এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, মোশাররফ হোসেন, হারুনুর রশিদ ও সংরক্ষিত আসনের এমপি রুমিন ফারহানা। মানববন্ধনে নেতারা বলেন, আইনমন্ত্রী ৪০১ ধারার অপব্যাখ্যা দিয়েছেন। তার বক্তব্য পুরোটাই মিথ্যা।গত তিন বছর খালেদা জিয়া সরকারের হেফাজতে, তার কিছু হলে দায় সরকারকে নিতে হবে। দেশে আইনের শাসন না থাকায় খালেদা জিয়ার এমন পরিস্থিতি। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। দেশের বিচার বিভাগ নূন্যতম স্বাধীন হলে খালেদা জিয়া জামিন পেতেন বলে মন্তব্য করেন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
আরেক সংসদ সদস্য জিএম সিরাজ বলেন, আইনমন্ত্রী প্রলাপ বকছেন। ডাক্তার ঠিক আছে, দরকার মেডিকেল ইকুইপমেন্ট। প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে যা বলেছেন, তাতে তার কাছ থেকে ভালো কিছুর আশা নেই। আগামীকাল সারা দেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।