খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল : সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৪:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
চারদিন পর করোনারি কেয়ার ইউনিট…. সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে।
স্থিতিশীল না হলেও শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে চিকিৎসকরা। দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউ থেকে কেবিনে নেয়া হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে। তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হাসান জানান, বিএনপি চেয়ারপার্সনের শারীরিক অবস্থার উন্নতি হলে, বাকি ব্লকে পরানো হবে রিং। শুক্রবার রাতে মাইল্ড হার্ট অ্যাটাকের পর থেকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণ শেষে তাকে নেয়া হয় কেবিনে। ১০ জুন রাতে রাজধানীর ওই হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। পরে, গঠন করা হয় মেডিকেল বোর্ড। ইতিমধ্যে তার হার্টে একটি রিং পরানো হয়েছে।