খালেদা জিয়ার জামিন খারিজ করে দেয়া আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত
- আপডেট সময় : ০২:০৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন খারিজ করে দেয়া আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। রায়ের পর্যবেক্ষনে খালেদা জিয়ার অনুমতি সাপেক্ষে তাকে উন্নত চিকিৎসা দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত।
রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৫ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। গত ১২ ডিসেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেয় আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। ৫ ডিসেম্বর খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানতে মেডিক্যাঞল বোর্ডের প্রতিবেদন চেয়েছিলো আপিল বিভাগ। পরে উভয়পক্ষের শুনানি নিয়ে খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে আপিল বিভাগ। কোন সাক্ষ্য প্রমাণ ছাড়া খালেদা জিয়ার আবেদন খারিজ করা হয়েছে, আসামীপক্ষের এমন দাবী সঠিক নয় এবং পূর্নাঙ্গ রায়ে তা প্রমাণ হয়েছে বলে দাবী করেন দুদকের আইনজীবী। রায়ের প্রকাশের ৩০ দিনের মধ্যে রায় পুর্নবিবেচনার আবেদন করা যাবে বলেও জানান, খুরশীদ আলম খান,