খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইনের অপব্যাখ্যা করা হয়েছে : খন্দকার মাহবুব হোসেন
- আপডেট সময় : ০৭:৫৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে ফৌজদারি দণ্ডবিধির ৪০১ ধারার অপব্যাখ্যা করেছে আইন মন্ত্রণালয়। এমন অভিযোগ করেছেন সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। অন্যদিকে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান মনে করেন, আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত সঠিক। তবে এ বিষয়ে আদালত এবং রাষ্ট্রপতির কাছে আবেদনের সুযোগ রয়েছে বলেও জানান তিনি।
করোনা আক্রান্ত হয়ে গেল ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।এর মাঝে শ্বাসকষ্ট দেখা দেয়ায় ৩ মে তাকে সিসিইউতে নেয়া হয়।
এমন পরিস্থিতিতে বিদেশে চিকিৎসার জন্য খালেদার স্বজনদের করা আবেদন নাকচ করে দেয় সরকার। আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায় নেতিবাচক সিদ্ধান্ত।
এর আগে দণ্ডবিধির ৪০১ ধারায় দণ্ডিত হয়ে নির্বাহী আদেশে মুক্ত থাকা খালেদা জিয়াকে যে শর্তে মুক্তি দেয়া হয়েছে তার বাইরে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়ে দেন আইনমন্ত্রী।
তবে আইনমন্ত্রীর ওই ব্যাখ্যা সঠিক নয় বলে মন্তব্য করেন সুপ্রিমকোর্টের অন্যতম এই জেষ্ঠ্য আইনজীবী।
অন্যদিকে আইন মন্ত্রণালয়ের দেয়া সিদ্ধান্ত কে সঠিক ও যৌক্তিক বলে দাবী করেন দুদকের আইনজীবী।
দুদকের আইনজীবী আরো বলেন, বর্তমানে বিদেশে যেতে চাইলে দুটো পথ খোলা আছে খালেদা জিয়ার জন্য।