খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ
- আপডেট সময় : ০৯:০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯
- / ১৫৪১ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বগুড়া, চুয়াডাঙ্গা,লালমনিরহাট, ময়মনসিংহ ও বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। বিভিন্ন স্থানে মিছিল বের করা হলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বগুড়ায় নবাববাড়ির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। সমাবেশ থেকে অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি জানানো হয়।
একই দাবিতে লালমনিরহাট শহরের আলোরুপা মোড়ে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে জেলা বিএনপি । সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হলে পুলিশের বাধায় তা পন্ড হয়ে যায়।
ময়মনসিংহেও মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এসব কর্মসূচি পালন করে হয়উত্তর জেলা বিএনপি।এসময় বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। এসময় বক্তারা, গণতান্ত্রিক আণ্দোলনে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, বিচার বিভাগ স্বাধীন থাকলে খালেদা জিয়াকে জেলে থাকতে হতো না।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে বিক্ষোভ মিছিল বের করে কুড়িগ্রাম জেলা যুবদল ও ছাত্রদল। পরে জেলা বিএনপি কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বরিশাল নগরীর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে মহানগর বিএনপি। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিনা ভোটের সরকার, বিনা কারনে বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছে লুটপাট করে দেশটাকে চুষে খাওয়ার জন্য।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ের সামনে মিছিল বের করা হলে পুলিশি বাঁধায় তা পণ্ড হয়ে যায়। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে জেলা বিএনপি।