খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশের মসজিদে দোয়া মাহফিল
- আপডেট সময় : ০১:৪৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জুমাতুল বিদায় সারা দেশের মসজিদে দোয়া মাহফিল ও বিভিন্ন উপাসনালয়ে প্রার্থনা করবে বিএনপি।
বৃহস্পতিবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, শুক্রবার পবিত্র জুমাতুল বিদা। সারা দেশে সব মসজিদ, বিভিন্ন প্রার্থনালয়ে অন্যান্য ধর্মালম্বীরা খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। তার পরিবারের আবেদনে সরকারও ইতিবাচক মনোভাব দৃষ্টিভঙ্গিতে রয়েছে। সরকারে পক্ষে যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক অনুমতি দেয়া হয়নি। তবে, আগামী রোববার এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে, খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে তার পাসপোর্টও নবায়ন চলছে। গেল ১১ এপ্রিল করোনা শনাক্ত হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।