খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা বুধবারের মধ্যে জানাতে নির্দেশ
- আপডেট সময় : ১১:২৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬২০ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা বুধবারের মধ্যে জানাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল হাসপাতালের উপাচার্যকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেইসঙ্গে তাঁর চিকিৎসা–সম্পর্কিত তথ্যসহ স্বাস্থ্য পরীক্ষার সবশেষ প্রতিবেদন চাওয়া হয়েছে। উভয়পক্ষের শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চ রোববার এই আদেশ দেন। এদিন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলায় আদেশ দেয় উচ্চ আদালত।
দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের সাজা নিয়ে বর্তমানে কারা কর্তৃপক্ষের অধীনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। পরিবারের অভিযোগ উন্নত চিকিৎসার অভাবে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
এমন বাস্তবতায় একবার খারিজের পর ফের হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। রোববার সেই জামিন আবেদনের সঙ্গে সম্পুরক হিসেবে সাবেক প্রধানমন্ত্রীর সবশেষ শারীরিক অবস্থা জানাতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশের আবেদন জানানো হয়।
উভয়পক্ষের আইনজীবীদের শুনানি নিয়ে, বিএসএমএমইউ কর্তৃপক্ষকে নির্দেশ দেয় আদালত। পরে বিষয়টি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন অ্যাটর্নি জেনারেল। জানান, বৃহস্পতিবার ফের মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় আসবে।
খালেদা জিয়ার নতুন করে জামিন আবেদনের বিষয়ে পাল্টাপাল্টি মন্তব্য করেন উভয়পক্ষ। উচ্চ আদালতে সরকারি হস্তক্ষেপ বিএনপি চেয়ারপার্সনের মুক্তির পথে বড় বাধা, বিএনপি মহাসচিবের করা এমন মন্তব্যের প্রতিক্রিয়াও দেন