খিলগাঁও তালতলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সমাবেশ আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৭:২১ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাজধানীর খিলগাঁও তালতলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সমাবেশ আজ।
ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে বেলা ২টায় এ সমাবেশের সব আয়োজন শেষ হয়েছে। স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ ও বিকাল ৫টার মধ্যে কর্মসূচি শেষ করাসহ ২৩ শর্তে এ সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সমাবেশে উপস্থিত থাকবেন দলের শীর্ষ নেতাসহ অন্যরা। ৫ ফেব্রুয়ারি ৫ বিভাগীয় শহরে ৬ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। এরইমধ্যে ৩ বিভাগে সমাবেশ হয়েছে। ২০ মার্চ সমাবেশ হবে চট্টগ্রামে। এর আগে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে দুটি সমাবেশ হবে। সমাবেশটি মোহাম্মদপুর শহীদ পার্কে হওয়ার কথা ছিল।