খুঁটি দিয়ে ঠেকিয়ে রাখা হয়েছে রাজশাহী মেডিকেলের গাইনী বিভাগের ওটি
- আপডেট সময় : ০৩:২৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
খুঁটি দিয়ে ঠেকিয়ে রাখা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজের গাইনী বিভাগের ওটি কমপ্লেক্স। পাশেই নির্মাণাধীন বহুতল ভবনের ঠিকাদারের গাফিলতিতে ভেঙে পড়ার উপক্রম হয়েছে ওটির দেয়াল ও ছাদ। ফলে তিন মাস ধরে বন্ধ অপারেশন। এতো বড় ঘটনার পরও পার পেয়ে যাচ্ছে অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সবচেয়ে ব্যস্ততম ছিল গাইনি বিভাগের ওটি। ডেলিভারিসহ নানা ধরনের জটিল অপারেশন হতো এখানে। কিন্তু গেল ফেব্রুয়ারিতে পাশেই আরেকটি বহুতল ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের সময় একতলাবিশিষ্ট পুরো ওটি ভবনই ফেটে চৌচির হয়ে যায়। এরপরই সেখানে অপারেশনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। সরিয়ে নেয়া হয় যন্ত্রপাতি।
রাজশাহীর পাশাপাশি উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে রোগীরা আসে এই হাসপাতালে। দীর্ঘদিন ধরে গাইনি ওটি বন্ধ থাকায় চরম বিপাকে কর্তৃপক্ষ। তবে আপাতত অন্য বিভাগের ওটিতে গাইনি অপারেশন করা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক।
ঠিকাদারের গাফিলতিতে পুরো ওটি কমপ্লেক্স বিধ্বস্ত হলেও কোনো ক্ষতিপুরণই দাবি করেনি ভবন দেখভালের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগ।
গাইনি ওটি বন্ধ থাকায় চরম দুর্ভোগে রোগীসহ অপারেশন কার্যক্রমের সাথে জড়িতরা।