খুচরা বাজারে কেজিতে ১০ থেকে ২৫ টাকা পর্যন্ত বেড়েছে পেয়াজেঁর দাম
- আপডেট সময় : ০৩:২৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
রাজধানীতে হঠাৎ করেই দাম বেড়েছে পেঁয়াজের। ঢাকার খুচরা বাজারে সপ্তাহ যেতে না যেতেই কেজিতে ১০ থেকে ২৫ টাকা পর্যন্ত বেড়েছে পেয়াজেঁর দাম। দেশে প্রতিবছর পেঁয়াজের চাহিদা ২৪ লাখ মেট্রিক টন। কিন্তু এ বছর বৃষ্টি ও বন্যার করণে দেশে পেঁয়াজ উৎপাদন হয়েছে ২৩ লাখ ৮২ হাজার মেট্রিক টন। সরকারের পর্যাপ্ত মজুত করলেও পেয়াজেঁর ঘটতি মেটাতে হিমশিম খেতে হচ্ছে বাজার সংশ্লিষ্টদের। তবে বৃহস্পতিবার সচিবলায় নিজ দপ্তরে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, পেয়াজেঁর ঘাটতি মেটাতে প্রর্যাপ্ত পরিমান আমদানি করার হবে। তবে ব্যবসায়ীদের দাবি, ভারত থেকে পেয়াজ আমদানি বাড়ানো গেলে দাম নিয়ন্ত্রণ থাকবে।
পেঁয়াজের পুরনো সিন্ডিকেটটি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। গত বছরের এই সময়ে পেঁয়াজের বাজার উতপ্ত করা অসৎ ব্যবসায়ীরা যেকোনও অজুহাতে এবছরও একই সময়ে পেঁয়াজের বাজারকে আবার অস্থির করে ফায়দা লুটতে চায় দাবি সাধারণ ক্রেতাদের। তাই প্রতিনিয়ত বাজার মনিটরিং করার দাবী জানান তারা ।
বৃষ্টি ও বন্যার কারণে দেশে ও ভারতে পেয়াজেঁর ফসলের জমি নষ্ট হওয়ায় পেয়াজেঁর সংকট দেখা দিয়েছে। তাই আমদানি কমে যাওয়ায় দাম বৃদ্ধির কারণ বলে জানালেন ব্যবসায়ীরা । ভক্সপপ ৩ ব্যবসায়ী
বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নিজ দপ্তরে সাংবাদিকদের জানিয়েছেন, পাঁচ শতাংশ শুল্ক কমিয়ে পর্যাপ্ত পরিমান পেয়াজঁ আমদানি করা হবে ।
পেঁয়াজের এই মূল্যবৃদ্ধির বিষয়ে সতর্ক অবস্থানে সরকার। পরিস্থিতি সামাল দিতে খোলাবাজারে স্বল্পমূল্যে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে টিসিবি ।