খুচরা বাজারে খেজুরের দাম নিয়ন্ত্রণে নেই তেমন কোনো পদক্ষেপ
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০৩:৫৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান। পবিত্র এ মাসে সাধ্যের মধ্যে সেরা সেহরি ও ইফতার করতে চায় সবাই। ইফতারের মধ্যে খেজুর ও ফল অন্যতম। এ সুযোগে ব্যবসায়ীরা খেজুরসহ বিভিন্ন ফলের পসরা সাজিয়েছেন। দামও বেশ চড়া। রাজধানীর ফলের বড় পাইকারি বাজার বাদামতলী এখন খেজুরে ঠাসা। তবে গেল বছরের চেয়ে এবার দাম কিছুটা বেশি। দেখা যায়, চাহিদা বাড়লেই সুযোগ নেয় অসাধু সিন্ডিকেট। অথচ বাজারে কোনো নজরদারি নেই।
এবার রমজানে দেশীয় ফল সময় মতো পরিপক্ক না হওয়ায়, বিদেশী ফলের চাহিদা বেড়েছে। দেশীয় ফলের মধ্যে বাজারে তরমুজ আর আনারসই উল্লেখযোগ্য। তবে এসব ফলের মান এবং দাম নিয়েও রয়েছে ক্রেতাদের নানান অভিযোগ।
বিদেশী ফলের মান নিয়েও উঠেছে প্রশ্ন। তবে ব্যবসায়ীরা বলছেন, ভোক্তাদের কাছে স্বল্প মূল্যে রমজানে ভালো ফল পৌছাতে কাজ করছেন তারা।
রমজান মাসে দেশে খেজুরের চাহিদা ৩৫ থেকে ৪০ হাজার টন। তবে এবার রোজাকে সামনে রেখে প্রায় ৫০ হাজার টন খেজুর আমদানি হয়েছে। যা চাহিদার চেয়ে ১০ হাজার টন বেশি।
সারাবছর যে পরিমাণ খেজুর বিক্রি হয়, তার কয়েক গুণ বেশি বিক্রি হয় শুধু রোজার মাসে। চাহিদা ও বিক্রি বাড়ার কারণে খুচরা বাজারে গেল ১৫ দিনে খেজুরের দাম মান অনুযায়ী কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে পাইকারী ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা।
খুচরা বাজারে খেজুরের দাম নিয়ন্ত্রণে তেমন কোনো পদক্ষেপ নেই। ফলে রোজা যতই এগিয়ে আসছে, ততই খেজুরের পেছনে বাড়ছে ভোক্তা ব্যয়।