খুনীচক্র শুধু বঙ্গবন্ধুকেই নয় হত্যা করেছে দেশের মানুষের আশা-আকাংখাকেও
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, ‘৭৫-এর ১৫ আগস্টের খুনীচক্র শুধুমাত্র ব্যক্তি বঙ্গবন্ধুকেই নয়, হত্যা করেছে দেশের মানুষের আশা-আকাংখাকেও।
সকালে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন- বিএমএ আয়োজিত বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনায় তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সাথে আরো যারা জড়িত ছিল তাদের খুঁজে বের করতে অবিলম্বে একটি কমিশন গঠন করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর যারা তার লাশ দেখতে না গিয়ে বেতার ভবনে গিয়েছিল, তাদেরও তালিকা করে বিচারের আওতায় আনতে হবে। শেখ ফজলুল করিম সেলিম আরো বলেন, খুনীচক্র বঙ্গবন্ধুর দেহকে বিলীন করতে পারলেও তার আদর্শকে বিলীন করতে পারেনি।