খুলনা ও ঝিনাইদহে দুইজনকে কুপিয়ে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩০:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
খুলনা ও ঝিনাইদহে দুইজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গেলো রাতে খুলনার দিঘলিয়া উপজেলায় সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল গ্রামে ইয়াসিন শেখ নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। নিহত ব্যক্তি একই উপজেলার সেনহাটি ইউনিয়নের মোল্লাপাড়ার বাসিন্দা।
ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। পুলিশ জানায়, মনোহরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু ও দামুকদিয়া গ্রামের বকুল হোসেনের সমর্থকদের মাঝে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এরই জেরে এ ঘটনা ঘটতে পারে বলে জানান স্থানীয়রা।