খুলনা জেলা ও মহানগর ছাত্রদলের আয়োজনে ছাত্র সমাবেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
- / ১৫৩১ বার পড়া হয়েছে
জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা ও মহানগর ছাত্রদলের আয়োজনে ছাত্র সমাবেশ চলছে।
দুপুরে নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের বিভিন্ন ইউনিট খন্ড খন্ড মিছিল নিয়ে অবস্থান নেয়। এ সময় খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ছাত্র সমাবেশটি বিক্ষোভ সমাবেশে পরিণত হয়। ছাত্রদল জেলা শাখার সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি সভাপতিত্ব করছেন সমাবেশে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন, বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। এছড়াও বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষস্থানীয় কেন্দ্রীয় নেতারা অংশ নেন।