খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আল্টিমেটাম
- আপডেট সময় : ০১:৫৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সেলিমের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আল্টিমেটাম দিয়েছেন হলের প্রভোস্টরা। এরইমধ্যে দুটি হলের দায়িত্ব ছেড়ে দিয়েছেন দুই শিক্ষক। পদত্যাগের কথা জানিয়েছেন বাকীরা।
ইতোমধ্যেই পদত্যাগ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই হল প্রভোস্ট। উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমাও দিয়েছেন তারা। বুধবারের মধ্যে ৫ দফা দাবি পূরণ না হলে অন্য পাঁচ হলের প্রভোস্ট ও সাত হলের সহকারী প্রভোস্টরাও পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন। প্রফেসর ড.সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর পর কোনো শিক্ষকই প্রভোস্টের দায়িত্ব নিতে চাইছেন না। গেলো ৩০শে নভেম্বর অস্বাভাবিকভাবে মৃত্যু হয় ড. সেলিমের। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা মুখোমুখি হলে ১৩ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় কুয়েট। হল ছেড়ে যান শিক্ষার্থীরা। বহিষ্কার করা হয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেজানসহ ৯ ছাত্রকে।