খুলনা মেডিকেলের শিক্ষার্থী ও ইন্টার্নী চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার
- আপডেট সময় : ০৮:০০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
- / ১৬৬৫ বার পড়া হয়েছে
খুলনায় ওষুধ ব্যবসায়ীদের সাথে সংঘর্ষের ঘটনায় খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থী ও হাসপাতালের ইন্টার্নী চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
বিকেল ৩টার দিকে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. সাইফুল ইসলাম অন্তর এ ঘোষণ দেন। দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো আজ বেলা সাড়ে এগারোটার দিকে মেডিকেল কলেজ ভবনের সামনে অবস্থান নিয়ে তাঁরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। অন্যদিকে ঘটনার পর থেকে ইন্টার্ন চিকিৎসকরা কাজ বন্ধ রেখেছিলেন। এদিকে, তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে হাসপাতালের সামনের সব ওষুধের দোকান। তবে খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল ও খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেকের আশ্বাসে, সোনাডাঙ্গা থানা পুলিশ দুজনকে গ্রেফতার করলে, রোগীদের ভোগান্তির কথা চিন্তা করে ইন্টার্নী চিকিৎসক পরিষদ সাময়িকভাবে ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করে নেয়। তবে শনিবারের মধ্যে সব আসামীকে গ্রেফতার ও অন্যান্য দাবি পূরণের কোন অগ্রগতি না হলে পুনরায় ধর্মঘট কর্মসূচি অব্যাত থাকবে বলে জানান তারা। সোমবার রাতে ওষুধ কেনাকে কেন্দ্র করে ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে খুলনা মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে।