খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল
- আপডেট সময় : ০১:৩৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
ভোটারদের স্বাক্ষর জালিয়াতি, আয়কর তথ্য গোপনসহ বিভিন্ন অভিযোগে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। এছাড়া তিন রাজনৈতিক দলের তিন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ে ভোটারদের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে সৈয়দ কামরুল ইসলাম ও আব্দুল্লাহ চৌধুরী এবং তথ্য গোপনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুর রহমান ও জাকের পার্টির এসএম সাব্বির হোসেনর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। আওয়ামী লীগ প্রার্থী তালুকদারর আব্দুল খালেক, জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম মধু ও ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল আউয়ালের মনোনয়ন বৈধ ঘোষণা করা করেছে।
এদিকে.. যথাযথ কাগজপত্র না থাকায় বরিশালেও আরও ৪ মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ৬ প্রার্থীকে বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির। তিনি বলেন, বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগের আবুল খায়ের আব্দুল্লাহ, জাতীয় পার্টির ইকবাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু, স্বতন্ত্র কামরুল আহসান ও আলী হোসেন। মনোনয়ন বাতিল হওয়া মেয়র প্রার্থীরা সবাই স্বতন্ত্র প্রার্থী ছিলেন