খুলনার করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক করোনা রোগীর মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৫:২৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
খুলনার করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জরিনা বেগম নামে এক করোনা রোগী মারা গেছেন।
দায়িত্বরত চিকিৎসক ডা. শেখ ফরিদউদ্দিন আহমেদ জানান, হাসপাতালে ভর্তি হবার পর গতকাল সকাল থেকে ওই বৃদ্ধার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে পড়ে। তার শ্বাসকষ্টের পাশাপাশি ছিল ডায়রিয়া। নমুনা পরীক্ষায় তার করোনা ধরা পড়ে। গেল রাত সোয়া দশটার দিকে তিনি মারা যান। তার বাড়ি রূপসা উপজেলার দেয়াড়া গ্রামে। এ নিয়ে খুলনায় করোনা আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হলো। এর আগে গত ২২ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় রূপসা উপজেলারে রাজাপুর গ্রামের মোবাইল সার্ভিসিং প্রকৌশলী নুর আলম খানের। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্র জানিয়েছে, খুলনা বিভাগে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ১৬৪ জন।