খুলনার খানজাহান আলী থানার মশিয়ালীতে দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন নিহত
- আপডেট সময় : ০৭:১৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুলনার খানজাহান আলী থানার মশিয়ালীতে দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৭ জন। সংঘর্ষের পর পুরো এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। উত্তেজিত গ্রামবাসী সকালেও জাকারিয়া, জাফরিন, মিল্টন ও কবির এই চার ভাইয়ের বাড়ি ব্যবসা প্রতিষ্ঠাণ ভাঙচুর করেছে। এদিকে, ঘটনার সাথে জড়িত সন্দেহে জাহাঙ্গীর নামে একজনকে অভয়নগর উপজেলার নওয়াপাড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ।
খুলনা খানজাহান আলী থানার মশিয়ালীতে মুজিবুর শেখ নামে একজনকে ৬ রাউন্ড গুলিসহ পুলিশে তুলে দেয় প্রতিপক্ষ। এই ঘটনায় এলাকাবাসী জাকারিয়া, জাফরিন, মিল্টন ও কবির এই চার ভাইকে দায়ী করে। এতে ক্ষুব্ধ এলাকাবাসী বৃহস্পতিবার রাতে তাদের বাড়িতে হামলা করে। এই সময় গুলিবিদ্ধ হন ৮ জন। এদেরকে নিকটস্থ ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে গোলাম রসুল ও নজরুল শেখ নামে দুইজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। অপর ৬ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। গুলিবিদ্ধ ৬ জনের মধ্যে সাইফুল ইসলাম খুলনা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে রাতে এলাকাবাসী প্রতিপক্ষের সহযোগি জেহাদ শেখ নামে একজনকে গণপিটুনী দেয়।তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।
অপরদিকে, ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী রাতে এবং সকালে জাকারিয়া , জাফরিন, মিল্টন ও কবির এই চার ভাইয়ের বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে।ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ অভয়নগর উপজেলার নওয়াপাড়া থেকে জাফরিনের সহযোগি জাহাঙ্গীরকে আটক করেছে। অস্ত্র উদ্ধার, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।