খুলনার গণসমাবেশে মানুষের ঢল
- আপডেট সময় : ০১:৪৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
- / ১৬০৬ বার পড়া হয়েছে
পথে পথে তল্লাশী,গণগ্রেফতাসহ নানা বাধা কাটিয়ে খুলনা নগরীর ডাকবাংলো চত্বরে শুরু হয়েছে বিএনপির গণসমাবেশ। যানবাহন সংকট কাটিয়ে সমাবেশ শুরুর ১৫ ঘণ্টা আগেই কাঁথা-বালিশ নিয়ে হাজির হয়েছেন বিএনপির হাজার হাজার নেতা-কর্মী।
বালুভর্তি ট্রলার, ইজিবাইক, অটোরিকশা, মোটরসাইকেল এবং হেঁটেই সমাবেশস্থলে পৌঁছান তারা। সড়কেই নির্ঘুম রাত কাটিয়েছেন অনেকে।
শুক্রবার রাত থেকেই বিভিন্ন জেলার বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশস্থলে অবস্থান নেয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, নির্বাচনকালীন সরকার, জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মী হত্যা, হামলা-মামলার প্রতিবাদে বিভাগীয় গণসমাবেশের ডাক দেয় বিএনপি।
গত রাত ১০টার কিছু পড়ে সমাবেশস্থলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত হলে হাজার হাজার নেতাকর্মী স্লোগান দিয়ে শুভেচ্ছা ও অভিবাদন জানান তাকে। সমাবেশে উপস্থিত হচ্ছেন কেন্দ্রীয় নেতারাও। সমাবেশ মঞ্চ থেকে শিববাড়ি মোড় পর্যন্ত দেড় কিলোমিটার এলাকাজুড়ে টানানো হয়েছে ১২০টি মাইক।
খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন জানান, সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হচ্ছে। থাকবে ড্রোন ক্যামেরার নজরদারি। এছাড়া শৃঙ্খলার দায়িত্ব পালন করবে ৪’শ স্বেচ্ছাসেবক।