খুলনায় অভিযান চালিয়ে বিভিন্ন গ্যাংয়ের ১২ কিশোর ও এক কিশোরী আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন গ্যাংয়ের ১২ কিশোর ও এক কিশোরীকে আটক করেছে রেব।
রেব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।সদর কোম্পানীর খুলনা মহানগরীর পুরাতন স্টেশন রোড, ৭নং ফেরীঘাট ও নিরালা এলাকা থেকে এক কিশোরী ও ১২ কিশোর অপরাধীকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। কিশোর অপরাধীদের সমাজসেবা অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।