খুলনায় পরিবহণ ধর্মঘট : চরম ভোগান্তিতে যাত্রীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
খুলনায় পরিবহণ ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন খুলনার অন্য জেলা-উপেজলার যাত্রীরা
ঝিনাইদহ থেকে অন্য সকল রুটে স্বাভাবিক থাকলেও খুলনা, বাগেরহাট, পিরোজপুরগামী রুটে বন্ধ রয়েছে যান চলাচল। দুর্ভোগ বেড়েছে সাধারণ যাত্রীদের। জরুরী প্রয়োজনে ছোট ছোট যানবাহনে বাড়তি টাকা খরচ করেই গন্তব্যে যেতে হচ্ছে। অনেকেই টার্মিনালে বাস না পেয়ে ফেরত যাচ্ছেন। খুলনাগামী বাসগুলো কুষ্টিয়া থেকে যশোর পর্যন্ত গিয়ে আবর ফেরত আসছে।
ধর্মঘটে যশোর বাস মালিকদের সমর্থন না থাকলেও বন্ধ রয়েছে যশোর-খুলনা রুটেও বাস চলাচল। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ বিভিন্ন এলাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী বাস যশোরে এসে থামছে ধর্মঘটের কারণে। অতিরিক্ত ভাড়া দিয়ে যাত্রীরা অটোরিকশা বা নছিমনে ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন। এদিকে ধর্মঘটের তথ্য না জানায় ভারত থেকে ফেরা যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন।