খুলনায় বিস্ফোরক মামলায় জেএমবির দুই সদস্যকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
সন্ত্রাস বিরোধী আইন ও বিস্ফোরক মামলায় খুলনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্য নূর মোহাম্মদ অনিক ও মো. মোজাহিদুল ইসলাম রাফির ২০ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে আদালত। অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে রায়ে।
খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল।আইনজীবীরা জানান, খুলনার সোনাডাঙ্গা গল্লামারী এলাকায় একটি বাড়িতে জেএমবি’র সদস্যরা নাশকতার জন্য বিপুল বিস্ফোরক দ্রব্য মজুদ করে। সোনাডাঙ্গা থানা পুলিশ ২০২০ এর ২৫ জানুয়ারি গভীর রাতে অভিযান চালিয়ে বিপুল বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে। এ সময় ২ জন জেএমবি সদস্যকে আটক করা হয়। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায়নগরীর সোনাডাঙ্গা থানায় মামলা হয়।