খুলে দেওয়া হয়েছে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের ১৬টি গেট
- আপডেট সময় : ০১:০২:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
- / ১৬১২ বার পড়া হয়েছে
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির হার অব্যাহত থাকায় এবং পরবর্তী অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। তবে এতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে হ্রদ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। সকাল ৮টা ১০ মিনিটে এই বাঁধ খুলে দেওয়া হয়।
কাপ্তাই পানি উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় শনিবার রাত ১০টায় কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়ের গেট খুলে দেয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ। এজন্য ভাটি অঞ্চলে আতঙ্কিত না হওয়ার বিষয়ে সতর্ক করা হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গেট খুলে দেয়ায় প্রতি সেকেন্ডে ৯০০০ কিউসেক পানি কর্ণফুলী নদীতে পড়ছে। তাতে কর্ণফুলী নদী বা ভাটি অঞ্চলে কোনো প্রভাব পড়বে না।
সপ্তাহব্যাপী টানা বৃষ্টিপাত ও ভারতে থেকে নেমে আসা উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। শনিবার বিকেল ৪টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৭ দশমিক ৬৭ ফুট। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় গেট খোলার পরিমাণ বাড়ানো হতে পারে।