খুলে দেয়া হয়েছে রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলো
- আপডেট সময় : ০২:২২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
করোনার কারণে পাঁচ মাস বন্ধ থাকার পর, খুলে দেয়া হয়েছে রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলো। পর্যটকের আনাগোনায় প্রাণ ফিরছে স্থানীয় পর্যটন শিল্পে। প্রতিদিন মানুষ ভিড় করছে পাহাড়-হ্রদ ঘেরা নৈসর্গিক এই জেলায়। তবে, পর্যটন কেন্দ্রগুলোতে পুরোপুরি মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।
করোনা পরিস্থিতিতে পাঁচ মাস বন্ধ থাকার পর, সেপ্টেম্বরের শুরুতে খুলে দেয়া হয়েছে রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলো। দীর্ঘ সময় ঘরবন্দী থাকা মানুষ একঘেয়েমি কাটাতে ছুটে বেড়াচ্ছে প্রকৃতির মুক্ত হাওয়ায়। পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাঙামাটি ছুটে আসছে পর্যটকরা। উচুঁ-নিচু পাহাড় আর কৃত্রিম লেক ঘিরে রাঙামাটিতে অন্তাত: আটটি র্ঝণা রয়েছে। পাহাড়ের বুক চিড়ে জলধারার অবিরাম পতনের অপরূপ দৃশ্য দেখে পর্যটকরা বেশ খুশি।
রাঙামাটি শহরের মধ্যে রয়েছে ঝুলন্ত সেতু, আরণ্যক রিসোর্ট ও পলওয়েল পার্ক। এছাড়া, কাপ্তাই হ্রদের শান্ত জলে নৌ বিহার পর্যটকদের অন্যতম আকর্ষণ। তবে, পর্যটন কেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি মানছে না অনেকেই।
করোনা পরিস্থিতি কাটিয়ে জীবনযাত্রা স্বাভাবিক হলে, আবারো জমে উঠবে পর্যটন ব্যবসা– এই আশায় অপেক্ষা করছেন, সংশ্লিষ্টরা।