খুলে দেয়া হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের সব বন্ধ দুয়ার
- আপডেট সময় : ০৩:৩৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫২৫ বার পড়া হয়েছে
করোনার দ্বিতীয় দফায় ১ মাসর বন্ধের পর আজ থেকে আবারো খুলেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সকল শিক্ষা প্রতিষ্ঠান। সরকারের দেয়া নির্দেশনা মেনেই শিক্ষার্থীদের প্রবেশ করানো হচ্ছে বলে জানান প্রতিষ্ঠানসমূহ। অনলাইনের ঝামেলা এড়িয়ে ক্লাসে ফিরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আর সন্তানের ক্লাসে ফেরায় স্বস্তির কথা জানান অভিভাবকরাও।
এর আগে মহামারির শুরুর পর দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর গত বছর ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছিল। কিন্তু সংক্রমণ বেড়ে যাওয়ায় এক মাস আগে শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ করে দেওয়া হয়। আজ থেকে নতুন করে আবারও শ্রেণি পাঠদান শুরু হলো। অন্যদিকে প্রাথমিক স্তরে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে আগামী ২ মার্চ থেকে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে মানতে হবে স্বাস্থ্যবিধি। শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় ২০টি নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।