খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে দুই জন ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভ্যান চালককে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ০২:৪৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় ক্রিকেট খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে দুই জন ও মেহেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দক্ষিন পাহাড়পুর গ্রামে ক্রিকেট খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে একই পরিবারের দুই জন নিহত হয়েছে। স্থানীয় বাঁধ বাজার পুলিশ ক্যাম্পের আইসি এস আই রাশেদ জানান, মঙ্গলবার বিকেলে দক্ষিন পাহাড়পুর গ্রামের ইউসুফ আলীর ছেলে রাজুর সাথে একই গ্রামের বাবুল শেখের ছেলে ইসতাক আহম্মেদ তুলন ও উল্লাস এবং মোক্তার আলীর ছেলে নাহিদের ক্রিকেট খেলা নিয়ে হাতাহাতির জের ধরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুরুতর আহত দুই ভাই বকুল আলী ও নেহেদ আলীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তারা মারা যায়।
মেহেরপুরের গাংনীতে ওমর আলী নামের নামের এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের স্ত্রী পারভীনা খাতুন জানান, ধর্মচাকী গ্রামের জাহিদ হোসেন ও তার বাবা বুলু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওমর আলীকে কুপিয়ে আহত করে। পরে গাংনী হাসপাতালে নিলে চিকিৎসক ওমর আলীকে মৃত ঘোষণা করেন।